
স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর আগে একটি বিশেষ ফটোশুটে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই খবর শোনা যাচ্ছে এখন।
দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ভেন্যু এবং আইসিসি টুর্নামেন্টে সীমাবদ্ধ। মাঝে ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান খেলেছে বটে, তবে তার জন্য তাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারত সে পথে হাঁটেনি। দলটা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাচ্ছে না তারা।
মূলত কেন্দ্রীয় সরকারের চাওয়াতেই হচ্ছে এটি। চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তানের জন্যও একটি বড় মুহূর্ত। দীর্ঘ বিরতির পর আবার একটি আইসিসি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। ভারত সেখানে খেলতে না গেলেও তার আগে রোহিত শর্মার মতো ভারতীয় তারকা ক্রিকেটারের অংশগ্রহণের খবর এই ইভেন্টকে নিয়ে আলোচনা বাড়িয়ে দিচ্ছে বৈকি।
কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮