ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যাচ্ছেন রোহিত!

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৫ - ০৭:২০:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর আগে একটি বিশেষ ফটোশুটে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই খবর শোনা যাচ্ছে এখন।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভি জানাচ্ছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে সব অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। পাকিস্তানের মাটিতে এই ফটোশুট এবং সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। যদি রোহিত শর্মা এতে যোগ দেন, তবে এটি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে একটি হাইব্রিড মডেলে। পাকিস্তান হবে মূল আয়োজক, তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। মূলত ভারতের আপত্তিতেই এই পথে হাঁটতে হয়েছে আইসিসিকে।

দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে নিরপেক্ষ ভেন্যু এবং আইসিসি টুর্নামেন্টে সীমাবদ্ধ। মাঝে ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান খেলেছে বটে, তবে তার জন্য তাদের বেশ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারত সে পথে হাঁটেনি। দলটা সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাচ্ছে না তারা।

মূলত কেন্দ্রীয় সরকারের চাওয়াতেই হচ্ছে এটি। চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তানের জন্যও একটি বড় মুহূর্ত। দীর্ঘ বিরতির পর আবার একটি আইসিসি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। ভারত সেখানে খেলতে না গেলেও তার আগে রোহিত শর্মার মতো ভারতীয় তারকা ক্রিকেটারের অংশগ্রহণের খবর এই ইভেন্টকে নিয়ে আলোচনা বাড়িয়ে দিচ্ছে বৈকি।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad