
স্পোর্টস ডেস্ক : ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরকে সামনে রেখে আজ (২৩ জানুয়ারি) শুরু হয়েছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম রয়েছে।
ড্রাফটে রিশাদ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর।সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা লিটন দাসও। তাকে দলে টেনেছে করাচি কিংস। এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি।
প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদতাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরা দল পাননি।
১০ এপ্রিল পিএসএল শুরু হয়ে শেষ হবে ২৫ মে। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
কিউটিভি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২২