ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

লিটন-তানজিদের ব্যাটে বিপিএলে নতুন যতো রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০৯:২৮:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির দল আজই ঘোষণা করেছে বিসিবি। সেখানকার সবচেয়ে বড় খবর দলে জায়গা হয়নি লিটন দাসের। কারণ, দীর্ঘদিন ধরে হাসছে না দাসের ব্যাট। এমনই দিনেই সিলেটে বিপিএল খেলতে ঢাকার হয়ে মাঠে নেমেছেন এলকেডি। দলে বাদ পড়ার সব জবাব যেন ব্যাট দিয়েই দিলেন এই ওপেনার। বুঝিয়ে দিলেন হয়তো, তিনি জ্বলে উঠতে জানেন। সিলেটও লিটনের জন্য ‘পয়া’ মাঠও। কেননা আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসটি তো এই মাঠেই খেলেছিলেন লিটন।

লিটনের সাথে এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় উঠিয়েছেন তানজিদ হাসান তামিমও। দুজনের ব্যাটে বিপিএলের ইতিহাসে বেশকিছু রেকর্ড ওলটপালট হয়েছে। নতুন করে তারা লিখেছেন নতুন রেকর্ড।

বিপিএলের এই ম্যাচে রেকর্ডগুলো দেখা যাক এক নজরে:

৪৪
লিটনের ৪৪ বলে সেঞ্চুরি। বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনারের। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।

বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটি পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন।


রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।


প্রথমবারের মতো বিপিএলে এক ইনিংসে দুইজন ওপেনারই সেঞ্চুরি করেছেন। এর আগে বিপিএলে দুই ওপেনার কখনও সেঞ্চুরির দেখা পায়নি।


এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখলো বিপিএল। এর আগে, ২০১৯ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন রংপুর রাইডার্সের রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। দুজনেই খেলেছিলেন সমান ১০০ রানের ইনিংস।

২৪১
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান।

২৫৪
ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।


প্রথম উইকেটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad