ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায় ম্লান সাব্বিরের ৯ ছক্কার ইনিংস, পঞ্চম হার ঢাকার

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৫ - ১১:০০:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলে পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাব্বির রহমান। তার ৩৩ বলে ৯ ছক্কায় খেলা ৮২ রানের ইনিংসটি ম্লান হয়ে গেছে চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়। ঢাকার দেওয়া ১৭৮ রানের টার্গেট ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে চিটাগং। এ নিয়ে দ্বিতীয় জয় পেল দলটি। অন্যদিকে পঞ্চম হার ঢাকার।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতেই আসে ৫৫ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন পাকিস্তানের উসমান খান। ৩৩ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে।

সাজঘরে ফেরার আগে দলের বাকিদের পথ দেখিয়ে যান তিনি। সে পথে হেটেই পরে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন ও শামীম হোসাইনরা। এদের মধ্যে গ্রাহাম ৩২ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেও মিঠুন ২২ বলে ৩৩ ও শামীম ১৪ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করে ঢাকার হয়ে তানজিদ তামিম ৪৮ বলে ৫৪ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থেকে ঢাকাকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন সাব্বির। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি ম্লান হয়ে যায় চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad