ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫ - ১০:২৫:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে নতুন এই কোচকে নিয়োগ দিয়েছে ইন্দোনেশিয়া। আয়াক্স, এসি মিলান, বার্সেলোনার মতো ক্লাবের জার্সিতে একটা সময় মাঠ মাতিয়েছেন সাবেক এই ডাচ ফরোয়ার্ড। ১৯৯৫ সালে স্বদেশি ক্লাব আয়াক্সের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেবার ফাইনালে এসি মিলানের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন ক্লাইভার্ট। 

নেদারল্যান্ডসের জার্সিতে ৭৯ ম্যাচে ৪০টি গোল করেছেন তিনি। এক সময় জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তার। ২০০৮ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার বিভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ক্লাইভার্ট। তুরস্কের ক্লাব আদানা দেমিরস্পোর ও কুরাসাও জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। 
 
জাকার্তায় আগামী রোববার জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকবাবে তাকে পরিচয় করিয়ে দেবে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন। তার দায়িত্বে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হবে আগামী ২০ মার্চ, বিশ্বকাপের বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 
 
ডাচ উপনিবেশ আমলে ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ১৯৩৮ বিশ্বকাপে খেললেও স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত কোনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইন্দোনেশিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন ১২৭। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডে ৬ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিন নম্বর অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া, ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জাপান। 
 
গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে। ইন্দোনেশিয়া গ্রুপে তৃতীয় বা চতুর্থ হতে পারলেও বাছাইয়ের পরের রাউন্ড ও আন্তঃমহাদেশীয় প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে  তারা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২৩

▎সর্বশেষ

ad