ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইনজুরিতে সাইম, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা?

Ayesha Siddika | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৫ - ০৫:০৩:৪৬ পিএম

ডেস্ক নিউজ : কেপ টাউন টেস্টের প্রথম দিনে সাইম আইয়ুবকে হাসপাতালে নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল তার অবস্থা গুরুতর। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছেন তিনি। সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে পাকিস্তান ওপেনারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান নিউ ইয়ার টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সাইমকে পাবে না পাকিস্তান। ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না তিনি। ৬ সপ্তাহ পরই পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন কিনা, সেটা নিয়েও জেগেছে শঙ্কা।

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টের প্রথম সকালে চোট পান সাইম। ম্যাচের সপ্তম ওভারের ঘটনা এটি। রায়ান রিকেলটনের ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বাউন্ডারির দিকে ছোটা বলের পেছনে দৌড় দেন আমের জামাল ও সাইম। বাউন্ডারি বাঁচিয়ে বল পেছনের দিকে ঠেলে দেন জামাল।

দৌড়ের মধ্যে হঠাৎ থামতে গিয়ে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেন সাইম। তাতে মচকে যায় তার অ্যাঙ্কেল। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। কাতরাতে থাকেন ব্যথায়। তাৎক্ষণিকভাবে মাঠে ঢুকে তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন ফিজিও। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এমআরআই স্ক্যান করানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, চিড় ধরা পড়েছে সাইমের ডান পায়ের অ্যাঙ্কেলে। আপাতত দলের সঙ্গেই থাকবেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad