
ডেস্ক নিউজ : সম্প্রতি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেয়া পদক্ষেপের পর থেকেই বিশ্ববাজারে চাহিদা বেড়েছে জ্বালানির। বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় ২০২৫ সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে।
ট্রেডিং ইকনোমিকসের হালনাগাদ তথ্য, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে ৭৩.৪০ ডলারে। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৩.৯৬ শতাংশ।
পূর্বাভাস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে এই দাম ৭৩ ডলার পার করার পর দ্বিতীয় প্রান্তিকে ঠেকবে ৭৫.০৪ ডলারে। পরের দুই প্রান্তিকেও দাম আরও বেড়ে ডিসেম্বরে যা দাঁড়াবে ৭৮.৫২ ডলারে। আরেক অপরিপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম ৭৬.১৮ ডলার থেকে লাগাতার বেড়ে বছর শেষে ছাড়াবে ৮১ ডলার।
শুক্রবার সকালে এক গ্যালন গ্যাসোলিন বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে ২.০৬ ডলারে। সেই গ্যাসোলিনের দাম ধারাবাহিকভাবে বেড়ে বছর শেষে ২.২২ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকনোমিকস। কয়লার দামও বাড়বে ২০২৫ সাল জুড়েই। প্রতিটন কয়লা শুক্রবার সকালে লেনদেন হয়েছে ১২৪.৬০ ডলারে। এক মাসের ব্যবধানে এই জ্বালানির দাম ৭.৮১ শতাংশ কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতিটন কয়লা বেচাকেনা হবে ১৩৪.৬৭ ডলারে।
এক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস বা ২৮.২৬ ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের বর্তমান দাম ৩.৬৬ ডলার পড়লেও প্রতি প্রান্তিকেই একটু একটু করে বেড়ে বছর শেষে তা ৪.৫৮ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস ট্রেডিং ইকনোমিকসের।
কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৩