ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

লঙ্কাকাণ্ডের পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা স্থগিত

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০৪:১৫:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, পিএসএস এর আগে ইউনের অফিস ও সরকারি বাসভবনে তল্লাশি পরোয়ানা নিয়ে তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছিল। এবার তার গ্রেফতার ঠেকাতে ঢাল হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ইউনকে গ্রেফতারের খবর শুনে শুক্রবার বাসভবনের বাইরে প্রেসিডেন্টের শত শত সমর্থক বিক্ষোভ শুরু করে। স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে পুলিশ কর্মকর্তা ও সিআইও সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হয়।
 
এক পর্যায়ে দলের প্রায় অর্ধেক সদস্য ভেতরে ঢুকতে পারলেও ইউনের নিরাপত্তা দল এবং সিউল শহর রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি সামরিক ইউনিট তাদের অবরুদ্ধ করে ফেলে।
 
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা বলেন, এক পর্যায়ে নিরাপত্তা দলটি প্রেসিডেন্টের বাসভবনে সিআইওর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা থেকে সরে আসেন এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করেন। সিআইও বলেছেন, পরবর্তী পদক্ষেপগুলো পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেয়া হবে।
 
গত মঙ্গলবার ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত। গ্রেফতারের জন্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনপ্রণেতাসহ সিআইয়ের বেশ কয়েকজন সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়।
 
সামরিক আইন জারির ইস্যুতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইউন। তার চূড়ান্ত অপসারণ এখন ঝুলে আছে দেশটির সাংবিধানিক আদালতে। গত ৩ ডিসেম্বর সবাইকে হতবাক করে দেশে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad