আসাদ সরকারের পতন ইরানের জন্য ‘বড় ক্ষতি’: মধ্যপ্রাচ্য বিশ্লেষক

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ - ১১:০৪:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ইরানের জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভ্যালি নাসর। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আরব বসন্তের সময় আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান রক্ত ও সম্পদের বিশাল বিনিয়োগ করেছে। এখন আসাদের পতন সেই বিনিয়োগকে একপ্রকার বৃথা করে দিয়েছে।”  

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য সম্ভাব্য ঝুঁকি  
অধ্যাপক ভ্যালি নাসর বলেন, ইরান প্রভাব হারানোর ফলে সিরিয়ায় একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে, যা এখন ইসলামীপন্থী শক্তি দ্বারা পূরণ হচ্ছে। অধ্যাপক নাসর মনে করেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘লেভান্ট অঞ্চল—যেমন লেবানন ও সিরিয়া—এখন একেবারে বিপর্যস্ত। সেখানে শৃঙ্খলা ও স্থিতিশীলতার অভাব রয়েছে। এই শূন্যতার ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও ভোগ করতে হতে পারে।’  

 সিরিয়ায় প্রধান ক্ষমতাধর হিসেবে তুরস্কের উত্থান  
তুরস্ক এখন সিরিয়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেছেন নাসর। ইরান ও রাশিয়ার ভূমিকা আপাতত নিষ্ক্রিয় হয়ে পড়ায় তুরস্ক এই শূন্যতা পূরণ করছে। অধ্যাপক নাসর বলেন, ‘তুরস্ক সিরিয়ায় ক্ষমতা প্রতিষ্ঠায় সফল হয়েছে। ইরান ও রাশিয়ার প্রভাব এখন কার্যত বিলুপ্ত।’  

সিরিয়ার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে। ইরানের জন্য এটি বড় কৌশলগত ক্ষতি হলেও, তুরস্কের প্রভাব বৃদ্ধির কারণে অঞ্চলটিতে নতুন শক্তির ভারসাম্য সৃষ্টি হচ্ছে।

কিউটিভি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad