ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইউনাইটেডকে সবশেষ ইউরোপসেরা বানানো দলের রোনালদোই রইলেন বাকি

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৩:১৯:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০০৫ সালে স্পোর্টিং সিপি দিয়ে সিনিয়র ক্যারিয়ারের যাত্রা শুরু করা ন্যানি থামলেন নিজ শহরের ক্লাব আমাদোরায়। শেষ ম্যাচটি তিনি খেলেছেন এই স্পোর্টিং সিপির বিপক্ষেই। গত ২ নভেম্বর ওই ম্যাচে ৩৮ মিনিট খেলে ন্যানি কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি। মাঝে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনারবেচ, ভ্যালেন্সিয়া, ল্যাজিওর মতো দলগুলোর হয়ে। সব মিলিয়ে ৬১৬ ম্যাচে ১২৮ গোল ও ১৪৫ অ্যাসিস্ট করেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৮ সালের ফাইনালে চেলসিকে হারিয়ে সবশেষ যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতে, ন্যানি ওই ফাইনালের সদস্য। ওয়েইন রুনির বদলি হিসেবে অতিরিক্ত সময়ে তাকে নামিয়েছিলেন তৎকালীন কোচ আলেক্স ফার্গুসন। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ একটি গোল করেছিলেন তিনি। ১৮তম সদস্যের ঝরে (অবসর) যাওয়ারদের মধ্যে ন্যানি ১৭তম, বাকি রইলেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এ থেকে ৩৯ বছর বয়সি আল নাসর তারকার মহাত্ব কিছুটা বুঝেই নেয়া যায়!অবসরে যাওয়া ১৬ জনের (ফন ডার সার, ওয়েস ব্রাউন, রিও ফার্দিনান্দ, নেমাঞ্জা ভিডিক, প্যাট্রিক ইভ্রা, ওয়েন হারগ্রেভস, পল স্কোলস, মাইকেল ক্যারিক, ওয়েইন রুনি, কার্লোজ তেভেজ, থমাস কুসজ্যাক, জন ও’শেয়া, মিকেল সিলভেস্ত্রে, অ্যান্ডারসন, রায়ান গিগস, ড্যারেন ফ্লেচার) মধ্যে রায়ান গিগস, রুনি, কার্লোজ তেভেজসহ বেশ কয়েকজন কোচিং সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন, কেউ কাটাচ্ছেন অবসর সময়। ন্যানি বুটজোড়া তুলে রাখলেন ৩৮ বছর বয়সে। ওই ১৬ জনের অনেকের মতো তিনিও ফুটবলের সঙ্গেই থাকবেন। ন্যানি ফুটবল অ্যাকাডেমি নামে তার একটি অ্যাকাডেমি রয়েছে। তাছাড়া সিনত্রেনস এসএডি নামে একটি ক্লাবের আংশিক মালিকানাও আছে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad