ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা

একদিনে ভারতের তিন বড় পরাজয়

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ১১:০৯:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেট দল রোববার ভিন্ন ফরম্যাট ও ভিন্ন স্তরের খেলায় বিরলভাবে তিনটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর ফলে দিনটি ভারতের ইতিহাসে ব্ল্যাক সানডে হিসেবে রেকর্ড হয়ে থাকল।

এর মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

১. পুরুষ জাতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত:

রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটে দুর্দান্ত জয় অর্জন করে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজটি এদিন ১-১ সমতায় নিয়ে আসতে অস্ট্রেলিয়া মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে দেয়।

ভারত প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৮০ রান করে। দলের পক্ষে নীতিন কুমার রেড্ডি সর্বাধিক ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত মোটে ১৭৫ রান তুলতে সক্ষম হয়। যার ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। যা ন্যাথান ম্যাকসুইনি এবং উসমান খাজা সহজেই ছুঁয়ে ফেলেন।

২. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়:

দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের তরুণ তুর্কিরা ভারতের যুবাদেরকে ৫৯ রানে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে পারে। দলের পক্ষে রেজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। ভারতের হয়ে চেতন শর্মা এবং হার্দিক রাজ দুটি করে উইকেট পান।

তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে অধিনায়ক মোহাম্মদ আমান সর্বোচ্চ ২৬ রান করেন। যা দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। 

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম তিনটি করে উইকেট তুলে নেন। ম্যাচের সঙ্গে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ইকবাল হোসেন ইমন।

৩. ভারতের নারী দলের হার:

অন্যদিকে রোববার ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দল ভারতের বিরুদ্ধে ১২২ রানের বড় জয় অর্জন করে।

এদিন অস্ট্রেলিয়ার নারীরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১ রান তোলে। সেখানে ভারতের বোলিং আক্রমণ ছিল একেবারেই নিষ্ক্রিয়। জবাবে ভারত ৪৪.৫ ওভারে মাত্র ২৪৯ রান তুলতে সক্ষম হয়।

একই দিনে এই ত্রিমুখী পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিই একটি চ্যালেঞ্জিং এবং বিব্রতকর দিন হিসাবে রয়ে গেল। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad