ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ফিফটির পর ফিরলেন তামিম

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৯:৫৬:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজটা ভালোভাবে করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার।

ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। সেখানে কাট করতে গিয়ে টাইমিং হয়নি তামিমের। বল চলে যায় সোজা শর্ট থার্ডে। সেখানে দাঁড়িয়ে থাকা রোস্টন চেজ কোনো ভুল করেননি। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৬০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভেঙেছে ৭৯ রানের তৃতীয় উইকেট জুটি।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।

২৭ ওভার শেষে বাংলাদেশসের সংগ্রহ ৩ উইকেট হারিয়েভ ১৪৬ রান। ৪৮ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার আফিফের সংগ্রহ ১০ রান।

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৬

▎সর্বশেষ

ad