১৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল ভারত, শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৭:১২:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার ৪ বলে ৯২ রানে ৭ উইকেট হারিয়েছে ভারত। ম্যাচ জিততে এখন ১৩৪ বলে ১০৭ রান দরকার ভারতের, হাতে ৩ উইকেট।

স্বীকৃত ব্যাটারদের মধ্যে উইকেটে আছেন ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আরমান। এক প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলেও পাঁচে নামা এই ব্যাটার অন্য প্রান্ত আগলে রেখেছেন। ৫০ বলে ২০ রান করেছেন তিনি। ভারতকে কিছুটা হলে লড়াইয়ে ফেরাতে হলে ভালো খেলতে হবে আরমানের।

তবে বাংলাদেশের সামনে এখন মূল লক্ষ্য আরমানের উইকেট তুলে নেয়া। আরমানকে খুব দ্রুত সময়ের মধ্যে আউট করতে পারলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে যুব টাইগারদের। বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র ১ রান করে সাজঘরের পথ ধরেন আয়ুশ মাত্রে। দুর্দান্ত ফর্মে থাকা আরেক ওপেনার বৈভব সুরিয়াবংশীকে ফেরান মারুফ মৃধা। ভারত তৃতীয় উইকেট হারায় দলীয় ৪৪ রানে।  

চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়েন কার্তিকেয়া এবং মোহাম্মদ আরমান। ৪৩ বলে ২১ রান করে ইকবাল হোসেন ইমনের শিকার হয়ে ফেরেন কার্তিকেয়া। এরপর হঠাৎ করেই ব্যাটিং ধ্বস হয় ভারতের। আর ভারতকে সেই বিপর্যয়ে পড়তে বাধ্য করেন ইমন। কার্তিকেয়াকে ফেরানোর একই ওভারে নিখিল কুমারকে ফেরান তিনি।

নিজের পরের ওভারে হারভানশ পাঙ্গালিয়াকেও ফেরান ইমন। মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার। ভারতের দলীয় সংগ্রহ যখন ৯২, তখন আঘাত হানেন আল ফাহাদ। কিরান করমালেকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ভারতের সপ্তম উইকেট তুলে নেন এই পেসার। 

 

 

কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad