ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

হোয়াইটওয়াশ এড়াতে শ্রীলঙ্কার লক্ষ্য ৩৪৮

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৬:০০:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রোববার (৮ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ৩১৭ রান করেছে প্রোটিয়ারা। এর আগে স্বাগতিকদের ৩৫৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩২৮ রান করে লঙ্কানরা। তাতে ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রোটিয়ারা।

চতুর্থ দিন ব্যাট করার আগে ৩ উইকেটের বিনিময়ে তাদের স্কোরকার্ডে ছিল ১৯১ রান। আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা এদিন আরও ১৮ রান করে প্রভাত জয়সুরিয়ার বলে বোল্ড হন। আর ৩৬ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ত্রিস্তান স্টাবস ব্যক্তিগত ৪৭ রানে রান আউটের শিকার হন।
 
এরপর অবশ্য ডেভিড বেডিংহ্যাম ছাড়া আর কেউ তেমন দ্যুতি ছড়াতে পারেনি। তিনি ৫৫ বলে ৩৫ রান করে আউট হন। এর আগে ইনিংসের শুরুতে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এইডেন মার্করাম। লঙ্কানদের পক্ষে দারুণ বোলিংয়ে একাই ৫ উইকেট তুলে নেন প্রভাত। ২ উইকেট নিজের পকেটে পুরেন বিশ্ব ফের্নান্দো।
  
সিরিজের প্রথম টেস্টে ২৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। হোয়াইওয়াশ এড়াতে দ্বিতীয় ম্যাচে জয় না পেলেও অন্তত হার এড়াতে হবে তাদের। সেজন্য ব্যাট করতে হবে কমপক্ষে আরও পাঁচ সেশন। তবে ততক্ষণ ক্রিজে টিকে থাকাই বড় চ্যালেঞ্জিং।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad