ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৫:০৫:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৩৩৭ রানে থেমেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। দলের হয়ে একাই ১৪০ রান করেন হেড। ১৪১ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ১৭ চার ও ৪ ছক্কার মারে। ভারতের হয়ে সমান ৪টি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছিল ভারত। ফলে দুদলের প্রথম ইনিংস শেষে ১৫৭ রানে এগিয়ে আছে অজিরা। আগের দিন ভারতকে একাই কাবু করেছিলেন পেসার মিচেল স্টার্ক। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়েছেন ভারতের ৬ ব্যাটার। সতীর্থ প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড বাকি ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নীতিম কুমার রেড্ডি। এছাড়া লোকেশ রাহুল ৩৭ আর শুভমান গিল ৩১ রান করেন।

ভারতকে অলআউট করার পর ১ উইকেট হারিয়ে ৮৬ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই তারা হারায় নাথান ম্যাকসুইনির উইকেট। ১০৯ বলে ৩৯ রানে থামেন তিনি। ক্রিজে নেমে ১১ বল মোকাবিলায় ২ রান করে আউট হন স্টিভ স্মিথ। তবে ফিফটি হাঁকিয়ে নেন গত দিন অপরাজিত থাকা মার্নাস লাবুশেন। ১২৬ বলে ৯ চারের মারে ৬৪ রান করেন তিনি। এরপর দৃশ্যপটে হাজির হন হেড। একাই ক্রিজের আধিপত্য নিয়ে ভারতীয় বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি।

গোলাপি বলের টেস্টে দ্রুততম শতরান তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। ১১১ বল মোকাবিলায় ১০ চার ও ৩ ছক্কার সাজায্যে সেঞ্চুরি হাঁকান তিনি। গোলাপি বলে এর আগে দ্রুততম রেকর্ডটি ছিল তার। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। হেডকে শেষ পর্যন্ত থামান মোহাম্মদ সিরাজ। ততক্ষণে আরও ৭টি চার ও ১টি ছক্কা যোগ হয় তার নামের পাশে। অস্ট্রেলিয়াও পেয়ে যায় বড় লিড।

তার পরের ব্যাটাররা তেমন একটা জ্বলে উঠতে পারেননি। তাই ৩৩৭ রানেই থামতে হয় স্বাগতিকদের। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে ভারত। লক্ষ্য নির্ধারণের পথে এখনো ১১১ রানে পিছিয়ে আছে তারা।

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad