ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটারে বোলিং, শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ!

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:৫৪:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি তারা।  এই দিন-রাতের টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। 

যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটাররা একেবারেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। গোটা দল মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায়। অন্যদিকে, প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার পেসার মোহাম্মদ সিরাজ।

আসলে এই ম্যাচ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি দেখতে পাওয়া গেল। আর সেকারণেই সিরাজের একটি ডেলিভারির গতিবেগ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার দেখাচ্ছিল। ২৪ ওভারের শেষ বলে এই ত্রুটির শিকার হলেন সিরাজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে একাধিক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার জনপ্রিয় ‘ডিএসপি সিরাজ’ মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেন।

আসলে সেটা প্রযুক্তিগত ভুল, সম্প্রচারকেরা এই ভুল দ্রুত সংশোধনও করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সিরাজ বেশ জোরেই বোলিং করেন। তবে সেটা মোটেই ঘণ্টায় ১৫০ কিমি ছোঁয়ার মতো নয়, ১৪০ কিমির আশপাশেই বোলিং করেন, আর কোথায় ১৮১! মজা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’

বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেটভক্তরা। অনেক সংবাদমাধ্যমও সেটিকে বিশ্বরেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad