ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সিরিয়ার পরিস্থিতি নিয়ে যা বললেন এরদোয়ান

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:২৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সিরিয়ার বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রায় আশাবাদ প্রকাশ করেছেন। তবে তিনি তাদের মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  এরদোয়ান বলেন, ‘লক্ষ্য হচ্ছে দামেস্ক। আমি আশা করি, এই অগ্রযাত্রা কোনো জটিলতা ছাড়াই চলবে।’ তবে তিনি সতর্ক করে বলেন, বিদ্রোহী শক্তির মধ্যে থাকা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম সমস্যার সৃষ্টি করছে।  

এরদোয়ান জানান, এই অগ্রযাত্রা একদিকে বিদ্রোহীদের সাফল্য হলেও, অন্যদিকে তা এ অঞ্চলের জন্য নতুন সংকট তৈরি করছে। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর সমন্বয়ে এই প্রতিরোধ চলায় আমরা বাশার আল-আসাদের কাছে বার্তা দিয়েছিলাম। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরিস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। 

তিনি আরও উল্লেখ করেন, সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিভিন্ন শক্তি এখানে মিশ্র ভূমিকা পালন করছে। তুরস্কের দৃষ্টিতে, কিছু আঞ্চলিক সংগঠন, যেমন ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) সন্ত্রাসী হিসেবে বিবেচিত। এইচটিএস পূর্বে আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল এবং এখন বিদ্রোহী বাহিনীর অংশ।

বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হামা দখল করে। এটি বিদ্রোহী বাহিনীর সপ্তাহব্যাপী অগ্রযাত্রার একটি বড় সাফল্য। এই বিজয় সিরিয়ার সরকারপন্থী বাহিনীর জন্য একটি বড় আঘাত।

তবে তুরস্ক স্পষ্ট করেছে যে, এই অভিযানে তাদের কোনো ভূমিকা নেই এবং তারা বিদ্রোহীদের কোনো ধরনের সহায়তাও দেয়নি। এরদোয়ান বলেছেন, ‘আল-আসাদকে জনগণের সঙ্গে আলোচনা করে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।’  

তুরস্ক, ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ১৩ বছরব্যাপী সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে শনিবার দোহায় বৈঠকে মিলিত হবেন। এই বৈঠক সিরিয়ার সংকট নিরসনে কাজ করা আস্তানা প্রক্রিয়ার অংশ।  

তুরস্ক জানিয়েছে, তারা সিরিয়ার নতুন সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের ঢল দেখতে চায় না। তুরস্কে ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ শরণার্থী বসবাস করে। এরদোয়ানের মতে, সমস্যার স্থায়ী সমাধান হলো আল-আসাদ সরকারের সঙ্গে রাজনৈতিক আলোচনা।  

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad