ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সমতায় ফিরতে বাংলাদেশের দরকার ১৩৫

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৩:৫১:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সিলেটে শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাল সবুজদের ১৩৫ রানের লক্ষ্য দিলো আইরিশরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৩৪ রান। ৪ ওভারে ২০ রান খরচায় টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন শুরু থেকেই আইরিশদের আক্রমণাত্মক ব্যাটিং রুখে দেয় টাইগ্রেসরা। ১৮ বলে ১৪ রান করে নাহিদার বলে আউট হন আগের ম্যাচে ফিফটি হাঁকানো গ্যাবি লুইস। আরেক ওপেনার অ্যামি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের শিকার হন। নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেও কিছুটা আক্রমণাত্মক ছিলেন ওরলা প্রেনদারগ্যাস্ট। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করা এ ব্যাটারকে ফেরান নাহিদা।
 
আগের ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা লিয়া পল এদিন ১৯ বলে ১৬ রান করেন। তাকে তাজ নেহারের ক্যাচ বানান জাহানারা আলম। শেষদিকে কিছুটা জ্বলে উঠেন সারা ফোর্বস। ২৫ বলে ৪ চারের মারে তার ৩৫ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আইরিশরা। ব্যাটিং বান্ধব উইকেট তুলনামূলক সহজ লক্ষ্য হওয়ায়, এ ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরার সুযোগ থাকছে জ্যোতির দলের সামনে। আগের ম্যাচে ১৭০ রান তাড়া করতে নেমে জয়ের আশা দেখিয়েও ১২ রানে হেরেছিল লাল সবুজরা।

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad