
স্পোর্টস ডেস্ক : সিলেটে শনিবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাল সবুজদের ১৩৫ রানের লক্ষ্য দিলো আইরিশরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৩৪ রান। ৪ ওভারে ২০ রান খরচায় টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।
নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন শুরু থেকেই আইরিশদের আক্রমণাত্মক ব্যাটিং রুখে দেয় টাইগ্রেসরা। ১৮ বলে ১৪ রান করে নাহিদার বলে আউট হন আগের ম্যাচে ফিফটি হাঁকানো গ্যাবি লুইস। আরেক ওপেনার অ্যামি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের শিকার হন। নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝেও কিছুটা আক্রমণাত্মক ছিলেন ওরলা প্রেনদারগ্যাস্ট। ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করা এ ব্যাটারকে ফেরান নাহিদা।
আগের ম্যাচে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলা লিয়া পল এদিন ১৯ বলে ১৬ রান করেন। তাকে তাজ নেহারের ক্যাচ বানান জাহানারা আলম। শেষদিকে কিছুটা জ্বলে উঠেন সারা ফোর্বস। ২৫ বলে ৪ চারের মারে তার ৩৫ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আইরিশরা। ব্যাটিং বান্ধব উইকেট তুলনামূলক সহজ লক্ষ্য হওয়ায়, এ ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরার সুযোগ থাকছে জ্যোতির দলের সামনে। আগের ম্যাচে ১৭০ রান তাড়া করতে নেমে জয়ের আশা দেখিয়েও ১২ রানে হেরেছিল লাল সবুজরা।
কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০