
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে হারের স্বাদ দিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ম্যাচের দীর্ঘ একটা সময় ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে তারা।
নির্ধারিত সময়ের বাকি ৬৫ মিনিট এবং দুই অর্ধের যোগ করা সময়ে মোহামেডান যে কোন গোল হজম করেনি, তার কৃতিত্ব অনেকাংশে প্রাপ্য এই বদলি গোলকিপারের। ৪৫ মিনিটে সোহেল রানার জোরালো শট ঠেকিয়ে দেন তিনি। সবমিলিয়ে প্রতিপক্ষের চারটির মতো নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন সাকিব।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। রহিম উদ্দিনের থ্রু পাস থেকে দিয়াবাতে বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে বল জালে জড়িয়ে দেন। শেষ পর্যন্ত কিংস আর এই গোল শোধ করতে না পারায় তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হন সাদা-কালোরা।
কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০