
আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউজে দায়িত্বগ্রহণের খুব বেশি দেরি নেই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের। এরইমধ্যে মন্ত্রিসভার জন্য এক ডজনেরও বেশি পছন্দের প্রার্থীকে মনোনীত করেছেন তিনি। এবার ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা ও তীব্র বৈরি সম্পর্ক থাকা চীনের জন্য পরবর্তী রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।
ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর তার প্রথম দিনের কর্মসুচিতে চীন, মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন আগে থেকে। আর নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। আর চীন পরিস্কার ভাষায় জবাব দিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে সরবরাহ বন্ধ করে দিবে।
২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর প্রথম মেয়াদেই ডোনাল্ড ট্রাম্প তথাকথিত বাণিজ্যযুদ্ধ শুরু করেন। চীন সরকার ট্রাম্পের এই আকস্মিক ঘোষণাকে নতুন করে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছে। তবে এই বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয় তাহলে সংকট বাড়বে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে। গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদের তিনি শপথ নেবেন।
কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০