
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল ‘নো গো জোন’ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ইহুদিবাদী শাসকদের সাদা ফসফরাস ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।
মূলত ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সঙ্গে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে, টুকরোগুলো তখন জ্বলতে থাকে। ইসরাইল দাবি করেছে, তারা যুদ্ধক্ষেত্রে একটি স্মোকস্ক্রিন তৈরি করতে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, শুধুমাত্র গাজা এবং লেবাননের যুদ্ধক্ষেত্রে নয়, জনবহুল এলাকাতেও এটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩