ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আয়ারল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ০৭:৩৪:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : দাপট দেখিয়েই ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবল ধোলাই করে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেই আয়ারল্যান্ডের কাছেই হেরে গেলো টাইগ্রেসরা

বৃহস্পতিবার শুরুতেই ব্যাটিং করে আগের রেকর্ড ভেঙে নতুন করে ১৬৯ রান স্কোরবোর্ডে তোলে আইরিশ মেয়েরা। কঠিন এই লক্ষ্যে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলে বাঘিনীরা। শেষ পর্যন্ত ১২ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ড ভালো দল। সেই ধারাবাহিকতায় বজায় রাখলো প্রথম ম্যাচে। বাংলাদশের বোলারদের খুব একটা পাত্তা না দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান স্কোরবোর্ডে জমা করেছে।

জবাবে ৭২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার দিলারা আক্তার আর সোবহানা মোস্তারি। কিন্তু সেই ভিতে দাঁড়িয়ে ব্যাটাররা কিছুই করতে পারেননি। শেষদিকে শারমিন আক্তার ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।

ওপেনিং জুটিতে দিলারা আর সোবহানা তোলেন ১০৩ রান। যা কিনা নারী টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৮১ রানের জুটিতে রেকর্ডটি নিজেদের করে রেখেছিলেন আয়েশা আক্তার আর রোমানা আহমেদ।

শেষ দুই ওভারে দরকার ১৮ রান। হাতে ৬টি উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারলো না বাংলাদেশের মেয়েরা। জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলো প্রেন্ডারগাস্টের করা ১৯তম ওভারে।

ওই ওভারে একটি রানও নিতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বর্ণা আক্তার আর রিতু মনির উইকেট হারায়। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তাই আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। আর দিলরা আর সোবহানার রেকর্ড জুটিটি শেষ পর্যন্ত হয়ে রইলো আক্ষেপ।

কিউটিভি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad