ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ১০:০৩:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরা ক্রিকেটারেরও মনোনয়ন পেলেন টাইগ্রেস এই ব্যাটার। 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। মাঝে সেরেছেন আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ। ফলে কেউ কেউ এ টপ অর্ডার ব্যাটারের শেষটা দেখে ফেলছিলেন। তবে সব জল্পনা-কল্পনা মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে ফেরেন ডানহাতি এ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ঝলমলে পারফরম্যান্সের পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি। 

আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে শেষ হওয়া এ দুই ম্যাচের বিচারেই সংক্ষিপ্ত তালিকায় জায়গায় নেয় এ টপ অর্ডার। ডিসেম্বরে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ৭২ রান।

এর আগে গত বছরের নভেম্বরে টাইগ্রেসদের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত মনোনিত হলে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা।

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad