ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা

Ayesha Siddika | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ - ১০:০৩:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরা ক্রিকেটারেরও মনোনয়ন পেলেন টাইগ্রেস এই ব্যাটার। 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। মাঝে সেরেছেন আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ। ফলে কেউ কেউ এ টপ অর্ডার ব্যাটারের শেষটা দেখে ফেলছিলেন। তবে সব জল্পনা-কল্পনা মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে ফেরেন ডানহাতি এ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ঝলমলে পারফরম্যান্সের পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি। 

আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে শেষ হওয়া এ দুই ম্যাচের বিচারেই সংক্ষিপ্ত তালিকায় জায়গায় নেয় এ টপ অর্ডার। ডিসেম্বরে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ৭২ রান।

এর আগে গত বছরের নভেম্বরে টাইগ্রেসদের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত মনোনিত হলে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা।

 

 

কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad