
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটকে আশার কিরণ দেখিয়েছিলেন দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। বল হাতে তাদের নৈপুণ্যেই ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে ইংলিশদের হারের স্বাদ দেয় পাকিস্তান। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের নোমানকে দলে রাখলেও বাদ পড়েছেন সাজিদ খান।
সাজিদের বাদ পড়ার পেছনে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার উইকেটের ধরনে পার্থক্যের বিষয়টি সামনে এসেছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ স্পিনবান্ধব উইকেটে খেলেছে পাকিস্তান, তবে প্রোটিয়াদের আঙিনায় পেস সহায়ক উইকেট হবে বলে অনুমান করেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে পিসিবি। প্রসঙ্গত, আসন্ন সিরিজে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি দিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফর চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড
টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
ওয়ানডে স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০