
ডেস্ক নিউজ : ১২টি প্রতিষ্ঠানকে আরও চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
এ নিয়ে সরকার ব্যবসায়ীদের মোট সাড়ে আট কোটি ডিম আমদানির ছাড়পত্র দিয়েছে। যেন ডিমের দাম নিয়ন্ত্রণে রাখা যায়।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয়। আগামী শনিবারের মধ্যে এই ডিম দেশে আসার কথা আছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্ধারিত কর্মসূচি থাকায় চারদিন বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় আগের সাড়ে চার কোটি ডিম আসতে দেরি হচ্ছে।
কিউটিভি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/সকাল ১০:০৫






