পাচার অর্থ ফেরাতে কাজ করছে টাস্কফোর্স: অর্থ উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ - ০৭:৩০:২৮ পিএম

ডেস্ক নিউজ : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য কারিগরি কিছু সহায়তা লাগবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে আলোচনা করবেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিসিবির আওতা আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরও কাজ করছে। বেসরকারি কিছু প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।

 

 

কিউটিভি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad