ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ধর্ষণের অভিযোগ এমবাপ্পের বিরুদ্ধে

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৬:৪৩:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় আসেন খবরের শিরোনামে। সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না ফ্রেঞ্চ তারকার। রিয়াল মাদ্রিদের হয়ে লিগের ম্যাচে চোটে পড়েন এমবাপ্পে। ইনজুরি থেকে ফিরে ক্লাবে যোগ দিলেও, জাতীয় দলে তাকে রাখেননি কোচ দিদিয়ের দেশম। চোটের কারণেই তাকে নেশন্স লিগের স্কোয়াডে রাখা হয়নি বলে মন্তব্য করেন কোচ। যা নিয়ে তুমুল সমালোচিত হন এই ফরাসি তারকা। সেই সমালোচনার অবসান হতে না হতে আরও বড় বিতর্কের মুখে পড়লেন এমবাপ্পে।

সম্প্রতি ধর্ষণের মতো ঘোরতর অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে। সুইডেনের গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। দেশটির স্টকহোমে এই ঘটনা ঘটেছে বলে দাবি গণমাধ্যমের। ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশকিছু গণমাধ্যম।

এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুইডেন পুলিশ জানায়, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান আছে, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে, যেহেতু এ ধরনের বিতর্কিত অভিযোগ উঠে এসেছে তাই পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা।

এদিকে, এমন অভিযোগে যখন তোলপাড় চারিদিক তখন নিজের অবস্থান পরিস্কার করেছেন খোদ রিয়াল তারকা এমবাপ্পে। সংবাদমাধ্যম এএফপিকে তার এজেন্ট জানায়, এমন খবরের কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন এমবাপ্পে। সেখানে তিনি উল্লেখ করেন, সুইডিশ ঐ গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির।

তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ঐ মামলার সঙ্গে সম্পৃক্ত। এমন ধারণাই করছেন এমবাপ্পে। এক্স-এর এক পোস্টে বিষয়গুলো স্পষ্ট করেন তিনি। তবে, এমন অভিযোগ একেবারেই অসত্য বলে দাবি ২৫ বছর বয়সী এই ফুটবলারের। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪২

▎সর্বশেষ

ad