মেধা আছে, তবে পুঁজি নেই: তাসনিম জারা

khurshed | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৬ - ০৭:০০:৪৫ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (২৮ জানুয়ারি) এ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় তাসনিম জারা স্টার্টআপ ঢাকা-৯ নামে একটা ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পুঁজির ব্যবস্থা করার কথা জানান। 

তিনি বলেন, যারা ঘরে বসে ব্যবসা করতে চায় তাদের জন্যও ইশতিহারে পুঁজির ব্যবস্থা করা হবে৷ সবুজবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

এ আসনে তাসনিম জারার বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

 

আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad