
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সায়াহ্নে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেও মাঠে নেমেছেন মোটে পাঁচ ম্যাচে। এরপর হার্টের সমস্যার কারণ পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন তিনি।
ক্লাবটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে– ২০২৪ সালের মে মাসে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ৩০ লাখ ইউরো পাওনা চেয়ে মামলা করেছে। তার দাবি- সমঝোতার ভিত্তিতে অগ্রিম চুক্তি বাতিলের কারণে তিনি ওই পরিমাণ অর্থ পান। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু (২১ জুন) পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:০০