ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

নামাজ শেষে সালাম ফেরাবেন যেভাবে

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ - ১০:৩৪:১৫ পিএম

ডেস্ক নিউজ : ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলে প্রথমে ডানদিকে, তারপর বাম দিকে সালাম ফেরাতে হয়। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম উভয় দিকে সালাম ফেরাতেন এবং উভয় দিকেই ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলতেন। (সুনানে তিরমিজি ২৯৫)

নামাজের সালাম অর্থাৎ ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলার সুন্নত পদ্ধতি হলো, সালামের শব্দগুলো অতিরিক্ত মদ না করে স্বাভাবিকভাবে উচ্চারণ করা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, সালাম ‘হাযফ’ করা সুন্নত। ইবনে মোবারক (রহ.) বলেন, ‘হাযফ’ অর্থ, সালামকে বেশি ‘মদ’ না করা (অর্থাৎ বেশি না টানা)। (সুনানে তিরমিজি ২৯৭)
 
সালাম ফেরানোর সময় চেহারা কেবলার দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরানো উত্তম পদ্ধতি। দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও একইভাবে কেবলার দিক থেকে সালাম বলা শুরু করা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে বাম দিকে ফেরানো উত্তম।
 
এ প্রসঙ্গে ইমাম নববি (রহ.) বলেন, কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘোরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যেন চেহারা ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব ৩/৪৫৮)

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩২

▎সর্বশেষ

ad