
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার (১৫ সেপ্টেম্বর) ১৫ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করেছে ইসিবি। প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল এবং জন টার্নার।
চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জ্যাকব বেথেল। প্রথম ম্যাচটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। আর সেই সুবাদে এবার ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজেও।
জন টার্নার অবশ্য এবারই প্রথম ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭ ম্যাচ খেলে ৩৫ উইকেট নেয়া এই পেসারের দেশ এবং দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। তরুণ ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল ব্রুককে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আর্মব্যান্ড ছিল তার হাতে। ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, অলি স্টোন, রিস টপলি, জন টার্নার।
কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৩