
ডেস্ক নিউজ : শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা। তিনি বলেন, আগামি সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালি বের হবার কথা ছিলো।
তবে এ বছর আমরা কোনো র্যালি বের করবো না। তবে মন্দিরে সকল আয়োজন করা হবে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। তাই র্যালির আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সেই সাথে বন্যার্তদের সাহায্যে মন্দির থেকেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এসব টাকা সব বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
কিউটিভি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৮