
আন্তর্জাতিক ডেস্ক : শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। একদিনেই বাতিল হয়েছে দেড় হাজারের বেশি ফ্লাইট। বিলম্বিত হয়েছে আরও প্রায় ৭ হাজার। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক ও নিউজার্সি। দুই অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুভ্র তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৭ হাজার বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, ৪ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউইয়র্ক সিটিতে সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এ অবস্থায় জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক ভারি বৃষ্টি শেষ হলেও এখনও কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গত শুক্রবার ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহওয়া দপ্তর।
আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১৮






