ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুন

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ - ০৫:৩৬:২১ পিএম

ডেস্ক নিউজ : রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা গেছে, আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। দফায় দফায় ভাঙচুর চালান জেলা আওয়ামী লীগের কার্যালয় ও শহরের মুজিব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল।

এছাড়া ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় আন্দোলনকারী ও গণমাধ্যমকর্মীসহ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে। এ ঘটনায় ৫ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।’

 

 

কিউটিভি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad