
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি তবে ফুরিয়ে গেছেন? বার্ধক্য ভর করেছে তার পারফরমেন্সে? কোপা আমেরিকায় তার তিন ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে এমন প্রশ্ন তোলার চেষ্টা করছেন সামলোচকরা। অবশ্য সে সুযোগ মেসি নিজেই করে দিয়েছেন। কানাডার বিপক্ষে সহজ সুযোগগুলো যেভাবে হেলায় হারিয়েছেন তিনি, তাতে একটু সমালোচনা যে হবে এটাই স্বাভাবিক।
শুধু পারফরমেন্স নয়। সম্প্রতি বেশ ইনজুরি প্রবণ হয়ে উঠেছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। কোয়ার্টার ফাইনাল খেললেও ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচেই ছিলেন নিজের ছায়ায়। বয়সের কারণে অতি সহজ বিষয়গুলোও যে তার কাছে এখন কঠিন হয়ে যাচ্ছে, তা আড়ালে রাখার সুযোগ কই!

১৭ গোল করে শতবর্ষী কোপার সর্বোচ্চ স্কোরারের আসন অলঙ্কৃত করে রেখেছেন লিওনেল মেসির স্বদেশী নরবার্তো মেন্ডেস। বর্তমান যুগের অনেকের কাছেই যিনি অচেনা। কারণ প্রয়াত এই আর্জেন্টাইন জাতীয় দলের বুটজোড়া তুলে রেখেছেন ১৯৫৬ সালে। সমান গোল আছে ব্রাজিলের জিজিনিওর। ২০০২ সালে পরপারে পাড়ি জমানো এই অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষ করেছেন ১৯৫৭ সালে।
কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০