
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেনে গাছ উঠানোর সময় বিদ্যুৎস্পর্শে এর চালক ও সহযোগি মারা গেছে। রবিবার বেলা দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকসাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বাপ্পি (২৫) ও পারভেজ (২৪)। তাদের দু’জনের বাড়ি চট্টগ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, সড়ক প্রশস্থ করতে ওই এলাকাতে গাছ কাটা শুরু হয়েছে। কাটা গাছ ক্রেনে তোলার সময় অসাবধানবশত ক্রেনটি বিদ্যুতায়িত হয়। এ সময় ক্রেনে থাকা চালক ও তার সহযোগি বিদ্যুৎস্পর্শে আহত হয়। তাদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:২৫