ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ফের ইসরাইলের সমালোচনা করে যা বললেন এরদোগান

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৭:২২:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফের ইসরাইলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় ‘গণহত্যা এবং অমানবিক হামলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান দাবি করে বলেন, ‘আজ পর্যন্ত ইসরাইলই ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার ওপর জোর দিয়ে এসেছে। ইসরাইলই মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে।’ 

তুর্কি নেতা এ সময় ইসরাইলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘তারা (ইসরাইলি নেতারা) লেবাননকে নিজেদের করায়ত্বে নেওয়ার জন্য হুমকি দেয়। তবে ইসরাইলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।’এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন।

তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার ওপর জোর দিয়ে বলেন, ‘বাশার আল-আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব।’তুর্কি নেতা এ সময় আরও বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। আমরা তুর্কি-সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই (বন্ধুত্বপূর্ণ) ফিরিয়ে আনতে চাই।’

আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশি দেশ, যার সঙ্গে আমাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি-ইরান সম্পর্ক ইতিবাচকভাবেই বিকশিত হবে।’

এরদোগান এ সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। এই সম্পর্ককে তিনি আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। তুর্কি নেতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আমাদের অন্যতম মিত্র যুক্তরাজ্যের সঙ্গে সামনের দিনগুলোতে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি অব্যাহত রাখব।’ তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad