ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

কত আয় করল প্রভাস-দীপিকার কল্কি?

Anima Rakhi | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০১:২১:২৪ পিএম

বিনোদন ডেস্ক : নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি গত ২৭ জুন ভারতের পাঁচ ভাষায় মুক্তি পেয়েছে। তেলেগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় নির্মাণ করেছেন পরিচালক। এ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছাড়া আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে ম্রুণাল ঠাকুর, দুলকর সালমান, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ।

ইতোমধ্যে কল্কি ছবিটি ৫০০ কোটি টাকার গণ্ডি টপকাতে চলেছে খুব শিগগির। যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়, তাতে অনুমান করা যায় যে, এ সপ্তাহেই ৫০০ কোটির লক্ষ্য পূরণ করে ফেলবে প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কি। 

সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে, শনিবার এ ছবির আয় প্রায় ১০৬ শতাংশ বেড়েছে। কল্কি ২৮৯৮ এডি ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথম দিন ৯৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে কেবল তেলেগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এই ছবিটি ২৪ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন শুক্রবার বক্স অফিসে এ ছবিটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা হয়েছে তেলেগু ভার্সনে। হিন্দিতে এই ছবিটি ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। শনিবার বক্স অফিসে ছবিটি ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে ৩০ কোটি ৬৫ লাখ টাকা এসেছে তেলেগু ভার্সন থেকে। রোববার অর্থাৎ ৩০ জুন এই ছবিটি ৮৮ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। এর মধ্যে তেলেগু ভার্সন থেকে এসেছে ৩৮ কোটি আর হিন্দি ভার্সন থেকে ৪০ কোটি টাকা।

পঞ্চম দিনে বক্স অফিসে ছবিটি ৩৪ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। ষষ্ঠ দিনে এই ছবিটি ২৭ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। সপ্তম দিনে ২২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে । অষ্টম দিনে ২২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ফলে এক সপ্তাহে এই ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। এরপর নবম দিনে অর্থাৎ দ্বিতীয় শুক্রবার (৫ জুলাই) ১৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। দশম দিনে বক্স অফিসে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা আয় করেছে বলেই জানা গেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৬৬ কোটি টাকায়। 

কিউটিভি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১:২১

▎সর্বশেষ

ad