ডেস্ক নিউজ : রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জুন) বিকেলে গংগাচড়া উপজেলার বেতগাড়ী পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
জানা গেছে, কোরবানির পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল প্রতি ১৫০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাটের ইজারাদার গরু প্রতি ১৫০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হাসিল আদায় করছিলেন।
এ বিষয়ে রংপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্য তালিকা না টাঙানোর কারণে বেতগাড়ি হাটের ইজারাদারের প্রতিনিধি বেতগাড়ীর বাসিন্দা মো: এনামুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কিউটিভি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:২৫