
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)।
বুধবার (১২জুন) সকালে নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার, ৫শত পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫০ পরিবারের মাঝে নগদ টাকা ও ১০৪ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, কুলকাঠির ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃঞ্চ খরাতি প্রমুখ।
কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:২৮