
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটপাতে মোটর সাইকেল রাখার অভিযোগে তিন মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এস এম রাহাতুল ইসলাম পৌর এলাকার সড়ক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘মালিকবিহীন’ পাঁচটি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আযহাকে সামনে রেখে পৌর এলাকার প্রধান সড়কে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সড়ক বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ফুটপাতে রাখা মোটর সাইকেল সরিয়ে নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ দোকানীদেরকে সতর্ক করে দেওয়া হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলমসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৯