
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা এগিয়ে নিতেই তিনি ওই অঞ্চলে যাচ্ছেন। গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরাইয়েলের মধ্যে সংঘাত শুরুর পর এটি তার মধ্যপ্রাচ্যে অষ্টম সফর।
আরব নিউজ জানিয়েছে, মার্কিন মন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরের আগে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা যেন ইসরাইলকে চাপ দেয়।
খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন সোমবার মিশর ও ইসরাইল সফরে যাচ্ছেন। চলমান যুদ্ধ যেন লেবানন পর্যন্ত বিস্তৃত না হয় তা নিশ্চিত করাও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর লক্ষ্য।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দখলদারদের (ইসরাইল) ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি। প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধের অবসান নিশ্চিত করে এমন যেকোনো উদ্যোগের সঙ্গে ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত।
কয়েক দশকব্যাপী ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সবচেয়ে রক্তক্ষয়ী পর্বের সূত্রপাত গত বছরের ৭ অক্টোবর। ওই দিন হামাসের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায়। ওই দিন থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল, যা এখনো চলছে।
ওই ঘটনার পর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সাতবার মধ্যপ্রাচ্য সফর করেছেন। আসন্ন সফরটি তার অষ্টম মধ্যপ্রাচ্য সফর। চলতি সপ্তাহে ব্লিঙ্কেন জর্ডান ও কাতার সফরেও যাচ্ছেন।
স্টেট ডিপার্টমেন্টের সময়সূচির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন সোমবার ইসরাইলে যাওয়ার আগে কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করবেন। এর পর তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে দেখা করবেন।
কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৪:০৬