ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যেই সিদ্ধান্ত না নেওয়ায় হারল পাকিস্তান

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৯:৪০:২৬ এএম

স্পোর্টস ডেস্ক :  লক্ষ্যটা মোটে ১২০ রানের। যদিও এই মাঠে এটাও পাহাড়সম। যা না জানার কথা নয় পাকিস্তানের। বিষয়টি জানতও তারা, কঠিন হতে চলেছে ম্যাচ। এমন লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। একটা সময় পর্যন্ত ২ উইকেটে ৭২ রান ছিল পাকিস্তানের। অর্থাৎ ম্যাচ জয়ের খুব কাছেই ছিল দলটি। তাছাড়া অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ রিজওয়ান তখনও উইকেটে। স্বাভাবিকভাবেই বড় জয়ের স্বপ্ন দেখছিলেন দলটির সমর্থকরা। পাকিস্তান কোচ গ্যারি কারস্টেনও এর ব্যতিক্রম নয়। 

অথচ, এরপর নাটকীয়ভাবে ৬ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতে এখন অনেকটাই অনিশ্চিত দলটির সুপার এইটে খেলা। যা বুঝতে পারছেন কারস্টেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন বদলে গেল ম্যাচের দৃশ্যপট। পাকিস্তান ঠিক কি কারণে হেরে গেল; এমন প্রশ্ন ছিল দলটির কোচ কারস্টেনের কাছে। যার উত্তরে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়াকেই কারণ হিসেবে দায়ী করেছেন তিনি।

ম্যাচ হারের পর কারস্টেন বলেন, ‘আমি জানতাম ১২০ রান সহজ টার্গেট হতে যাচ্ছে না। কারণ ভারত যদি ১২০ রান করে তার মানে এটা সহজ নয়। কিন্তু আমরা একটা সময় ২ উইকেটে ৭২ এ ছিলাম। তখনও ৬-৭ ওভার বাকি। কাজেই সেখান থেকে আমরা নিজেদের যেই অবস্থানে নিয়ে এসেছি এটা হতাশাজনক।’

ম্যাচ হারের কারণ হিসেবে কারস্টেন বলেন, ‘হয়তো আমরা এতটা ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি খেলা শুরু করেছেন, বল হাতে, আট উইকেট আপনার হাতে, সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া যেত। এটাই খেলা। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আর আপনি যদি এরকম ভুল করেন, তার মানে আপনি ভুগতে যাচ্ছেন। আমার মনে হয় খেলার গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। রিজওয়ান আমাদের জন্য ভালো খেলছিল। আমরা জানতামও এটা ব্যাট করার জন্য কঠিন উইকেট। এরপরও আমরা বেশ ভালোভাবেই চেজ করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।’

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ৯:৪০

▎সর্বশেষ

ad