ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সমালোচনার মুখে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৯:৫০:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে শুরু থেকেই চলছিল নানা আলোচনা। এই উইকেটগুলোয় আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা উচিত কিনা এ বিষয়েও হচ্ছিল নানা সমালোচনা। অবশেষে সে আশঙ্কাই সত্যের দিকে মোড় নিচ্ছে।

সোমবার রাতের শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচটা গড়িয়েছে নাসাউয়ের মাঠেই। সে ম্যাচে দুই দল মিলিয়ে ৩৫.৩ ওভারে রান করেছে মোটে ১৫৭, রান রেট মোটে ৪.২৩। ইদানীং টেস্ট ক্রিকেটেও এমন রান রেট দেখা মেলে না যেটা টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা গেল, তায় আবার বিশ্বকাপের ম্যাচে। এমন মন্থর উইকেট নিয়ে সাবেক ক্রিকেটার, বিশ্লেষকদের তোপের মুখে পড়েছে আইসিসি।

গত রাতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাটিং ধসের পর ১৯.১ ওভারে মাত্র ৭৭ রান তুলে অলআউট হয় তারা। জবাবে প্রোটিয়াদের ৮০ রান করতেই লেগে যায় ১৬.২ ওভার। ম্যাচের উইকেটটি শুরু থেকেই আশানুরূপ কোনোকিছু দেখাচ্ছিল না। গুড লেন্থে বল ফেললেও অনেক বল লাফিয়ে অনাকাঙ্ক্ষিত বাউন্স উঠছিল। যার ফলে রান করাটা দুই পক্ষের জন্যই কঠিন হয়ে দেখা দেয়। 

সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি এমন মাঠ দেখে ব্যাঙ্গাত্মক ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমেই বলেছেন, ‘বাহ! উইকেটটা তো দেখছি বেশ ‘স্পাইসি’!’

মাঠের এমন দশার পরও এখানেই আইসিসি বিশ্বকাপ কেন আয়োজন করছে, এমন সব মাঠে খেলা আদৌ কোনো ছাপ রাখতে পারবে কি না দর্শকদের মনে, তা নিয়ে বেশ সন্দেহ পোষণ করলেন বিশ্লেষক হার্ষা ভোগলে। তিনি বলেন, ‘নতুন দেশে ক্রিকেটের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটা ভালো বিষয় কি না, সন্দেহ আছে। ড্রপ ইন পিচ বসিয়ে আপনি হয়তো একটা সমাধান করতে চাইবেন, কিন্তু আউটফিল্ডের কী হবে?’

আগামী ৯ জুন এই মাঠেই মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বেশি যে ম্যাচটি নিয়ে দর্শক ও সমর্থকদের উত্তেজনা-আগ্রহ তুঙ্গে থাকে সেটিই হচ্ছে এই ম্যাচ। সেদিনও যদি এই উইকেটে অনাকাঙ্ক্ষিত এরকম কোনো পরিস্থিতির দেখা মেলে তাহলে আরও সমালোচনা হজম করতে হবে আইসিসিকে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৪৮

▎সর্বশেষ

ad