চৌগাছায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ০১ জুন ২০২৪ - ০৫:১৪:৩৬ পিএম

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় স্কুল ও মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। শনিবার (১ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তুহিন বলেন, বর্তমান সরকার শিক্ষা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। যার ফলে বিগত বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন করা সম্ভব হয়েছে। তিনি শিক্ষকদেরকে শিক্ষার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি সুস্মিতা সাহা বলেন, শিক্ষার গুণগত পরিবর্তন করতে না পারলে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়বো।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সিংহঝুলি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলেচুর রহমান, ডিএমসিইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad