রিয়ালের আরেকটি শিরোপাজয় দেখতে এতদূর আসিনি: ডর্টমুন্ড কোচ

Ayesha Siddika | আপডেট: ০১ জুন ২০২৪ - ০৩:৫৯:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে; তা মোটেই কথার কথা নয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তিনি বলেন, ‘পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘ পাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়; বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ।’

মেদভেদেভ সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে, রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, ‘এটা (পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা) ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়।’

 

 

কিউটিভি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:৫৯

▎সর্বশেষ

ad