ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে?

Ayesha Siddika | আপডেট: ২৯ মে ২০২৪ - ০৪:৫৮:৩১ পিএম

ডেস্ক নিউজ : ওজন করে পশু কিনে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা? এ নিয়ে মূল কথা হচ্ছে- কী উদ্দেশ্যে কোরবানি দেয়া হচ্ছে? গোশত খাওয়ার জন্য নাকি মহান আল্লাহর বিধান পালনের জন্য? কোরবানির সঙ্গে ঐতিহাসিক হৃদয়বিদারক ঘটনা জড়িয়ে আছে। তাই শুধু গোশত খাওয়াই যেন কোরবানির মূল লক্ষ্য না হয়। বরং কোরবানির যে শিক্ষা তা হৃদয়ে ধারণ করে কোরবানি দেয়া উচিত।

ইসলামি শরিয়তে ওজন করে পশু কিনে কোরবানি দিলে নাজায়েজ বলা হয়নি। এ প্রসঙ্গে ফুকাহায়ে কেরাম বলেন, যদি পছন্দের গরু বা অন্য পশু আলোচনাসাপেক্ষে কেজিপ্রতি মূল্য নির্ধারণের ভিত্তিতে উভয়ে সম্মত হয়ে বেচা-কেনার চুক্তি সম্পন্ন করে,  এ বেচাকেনা বৈধ বলে বিবেচিত হবে। আর যখন এ বেচা-কেনা বৈধ, তখন এ পদ্ধতিতে ক্রয় করা পশু কোরবানিও জায়েজ। (ফতোয়ায়ে উসমানি: খণ্ড-৩, পৃ-৯৯ এর টিকা দ্রষ্টব্য, আহসানুল ফতোয়া: খণ্ড-৬, পৃষ্ঠা-৪৯৭) 
 
উপরন্তু এ পদ্ধতিতে ক্রেতা-বিক্রেতার ধোঁকাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না। এ ছাড়া আলোচ্য পদ্ধতিটি পশুর মূল্য নির্ধারণের একটি প্রক্রিয়া মাত্র। আগেকার সময়ে বেচাকেনার এই নিয়মের কথা ভাবাও যেত না, কারণ এভাবে পশুর নিশ্চিত মূল্য স্পষ্ট হওয়ার সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে ওজন করে বেচাকেনার এই পদ্ধতিতে চুক্তির মজলিসেই যখন সঠিক পরিমাপ বের করা হয়, তখন তার পুরো মূল্যও উভয়পক্ষের জানা হয়ে যায়। 
 
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না (অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই) সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।’ (মুসনাদে আহমদ ২/৩২১)

 

 

কিউটিভি/আয়শা/২৯ মে ২০২৪,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad