ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

রানপাহাড়ে শ্রীলঙ্কা, দুশ্চিন্তায় বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ - ০৭:৫৩:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৭৮ রান অলআউট হয় বাংলাদেশ। ৩৫৩ রানের বিশাল লিড পাওয়া শ্রীলঙ্কা ফলো-অন করতে বলবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিলেন অনেকে। তবে লঙ্কানরা সে পথে হাঁটেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিডটাকে আরও বড় করে নিচ্ছে তারা। তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৫ রান।

চট্টগ্রামে দিনের শুরুটা বাংলাদেশের মন্দ হয়নি। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে রানের চাকা সচল রেখেছিলেন জাকির হাসান এবং নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। এই সময়ে ফিফটিও ছোঁয়া হয়ে যায় জাকিরের। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগেই একটা ধস নামে। ৯৬ থেকে ১০৫-এই ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৫৪ রান করে বিশ্ব ফার্নান্দোর আগ্রাসী ইনসুইংয়ে স্টাম্প বাঁচাতে ব্যর্থ হন জাকির। টেস্টে বাজে ফর্মের ধারা অব্যাহত রেখে শান্ত ফেরেন ১ রানে। ঠাণ্ডা মাথায় ইনিংস গড়তে থাকা তাইজুলও (২২) বিশ্ব ফার্নান্দোর বলেই বোল্ড হন।

বাংলাদেশকে ফলো-অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য কিছুটা বিপদেই পড়েছিল শ্রীলঙ্কা। হাসান মাহমুদের পেস তোপে একশ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে লিড বেড়েছে যথেষ্ট। ৩৫৩ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে করা ১০২ রান যোগ হয়ে লিড ফুলেফেঁপে উঠেছে। হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে চাপে রেখেছেন। তবে লিড এখন যে পর্যায়ে তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দুর্দশার পরও টেস্টে এখন ভালোভাবেই চালকের আসনে লঙ্কানরা।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

▎সর্বশেষ

ad