ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চৌগাছায় খুরারোগে এক কৃষকে তিন গরুর মৃত্য আক্রান্ত ৯টি

Ayesha Siddika | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৩:২৯:৪৩ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খুরারোগে এক কৃষকে তিন গরুর মৃত্য হয়েছে। ওই কৃষকের আরো ৯টি গরু আক্রান্ত রয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামের দিদার বক্সের ছেলে কৃষক মতিয়ার রহমানের ৩টি গরু মারা যায়। ওই কৃষকের আরো ৯টি গরু খুরা রোগে আক্রান্ত রয়েছে।

কৃষক মতিয়ার রহমান জানান, আমার পালিত ছোট-বড় ১২টি গরু ছিল। সম্প্রতি গরুগুলো খুরা রোগে আক্রান্ত হয়। শনিবার হঠাৎ আমার ৩টি গরু এ রোগের কারণে মারা যায়। এতে আমার প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমার এতো গুলো গরু থাকলেও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কেউ কোন দিন আমার বাড়ীতে আসেনি। বিভিন্ন ভাবে খবর দিলেও তারা আসেন না।

তিনি আরো বলেন, প্রাণী চিকিৎসকদের (পল্লীপশু চিকিৎসক) পরামর্শে ভ্যাকসিন, টিকা ও ওষুধ ব্যবহার করেও খুরা রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন এ লাকার গরু-ছাগল পালনকারী কৃষক ও খামারিরা। আমার খুরা রোগ আক্রান্ত বাকী গরু নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। গরুকে ভ্যাকসিনসহ ওষুধ দিয়েছি, তবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। প্রাণী স¤পদ বিভাগের লোকজন এসে আক্রান্ত গরুগুলোর চিকিৎসা দিলে হয়ত এ যাত্রা রক্ষা পেতাম।

প্রাণী স¤পদ অধিদপ্তর জানায়, ভ্যাকসিন-ওষুধেও কাজ হচ্ছে না। বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা চলছে। ইতিমধ্যে আক্রান্ত গরুর ভ্যাকসিন, টিকা ও ওষুধ পুশ করা হয়েছে। তাদের ধারণা এটি ক্ষুরা রোগের নতুন ধরন। আমরা আক্রান্ত গরুর নমুনা কালেকশন করে ঢাকাতে পাঠায়েছি। উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম বলেন, মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি, উঠান বৈঠক ও মেডিকেল ক্যা¤প করে রোগ প্রতিকার স¤পর্কে অবগত করা হচ্ছে। সাধারণত এফএমডি বা ক্ষুরা রোগের ধরন রয়েছে ৪টি। ধারণা করা হচ্ছে, এ উপজেলায় আক্রান্ত রোগটি ক্ষুরা রোগের নতুন ধরন।

 

 

কিউটিভি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad