
ডেস্ক নিউজ : রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের সময় অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। রোজা ঢালস্বরুপ হওয়ার তিনটি ব্যাখ্যা আছে।
এক. দুনিয়াবী মুসিবতের জন্য ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি অধিক হারে রোজা রাখবে, আল্লাহ তা’আলা তাকে দুনিয়াবী যাবতীয় বালা-মুসিবত এবং পেরেশানি থেকে হেফাজত রাখবেন।
দুই. জাহান্নামের শাস্তির জন্য ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, সে কাল কিয়ামতের দিন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত থাকবে।
তিন. নফস ও শয়তান থেকে ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, সে শয়তানের ধোঁকা ও নফসের প্রচার থেকে হেফাজত থাকবে।
যাপিত জীবনে যেমন, মজবুত ও অক্ষতঢালের মাধ্যমে শত্রুর আক্রমণ ও আঘাত থেকে নিজেকে হেফাজত রাখা যায়, তদ্রুপ রোজা নামক ঢালকে যখন মিথ্যা, গিবত, ঝগড়া-ফ্যাসাদ ও অশ্লীল কাজ থেকে হেফাজত রাখা হয়, তখন ওই ঢাল ওই ব্যক্তির জন্য রক্ষাকবচ হিসেবে পরিণত হয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে, রোজা নামক ঢালকে শরীয়ত পরিপন্থী কাছ থেকে বিরত থাকা ও যথাযথ কাজ করার মাধ্যমে মজবুত রাখার তাওফিক দান করুন।
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম (হাটখোলা মাদ্রাসা) মধুপুর, টাঙ্গাইল
কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪